• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৯:১৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০৯:৫৬ এএম

জোড়া খুন 

গৃহকর্মী সুরভী গ্রেফতার

গৃহকর্মী সুরভী গ্রেফতার
সিসিটিভির ফুটেজে ধারণকৃত সুরভী আক্তার-ছবি : জাগরণ

রাজধানীর ধানমণ্ডিতে একই বাড়ির গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নারী সুরভী আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ধানমণ্ডি থানা পুলিশ। পুলিশের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ হেল কাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গৃহকর্মী সুরভীর প্রবেশ ও বাইরে যাওয়ার মাঝে আর কেউ ওই বাসায় প্রবেশ করেনি। গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যা রহস্যের কিনারা করা যাবে বলে দাবি পুলিশের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ( ১ নভেম্বর) বিকালে ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় খুন হন গৃহকর্ত্রী আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি। ঘটনার দিন বিকালে ওই বাসায় কাজ করার জন্য এক গৃহকর্মীকে নিয়ে এসেছিলেন আফরোজা বেগমের মেয়ে জামাতা মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চু।

এইচএম/টিএফ

আরও পড়ুন