• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৮:৩৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৯:১৮ এএম

বিএনপি থেকে এম মোর্শেদ খানের পদত্যাগ

বিএনপি থেকে এম মোর্শেদ খানের পদত্যাগ
এম মোর্শেদ খান

বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান দল থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মোর্শেদ খান বিএনপি নেতৃত্বাধীন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

পদত্যাগপত্রে মোর্শেদ খান খান লেখেন, ‘‘আজ অনেকটা দুঃখ ও বেদনাক্লান্ত হৃদয়ে আমার এই পত্রের অবতারণা। মানুষের জীবনের কোনো না কোনো সময়ে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়, যার প্রভাব সুদূরপ্রসারী। আমার বিবেচনায়, সে ক্ষণটি বর্তমানে উপস্থিত এবং উপযুক্তও বটে।’’

১৯৯১ সালে মোর্শেদ খান বিএনপিতে যোগ দেন। এরপর চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

টিএস/এসএমএম

আরও পড়ুন