• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ১২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ১২:৫৬ পিএম

গাবতলীতে অস্ত্র-মাদকসহ আটক ৩

গাবতলীতে অস্ত্র-মাদকসহ আটক ৩

রাজধানীর গাবতলীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় ফেনসিডিলসহ ট্রাক, বিদেশি পিস্তল,  দেশীয় ওয়ান সুটারগান, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১০ নভেম্বর) রাতে অতিরিক্তি ডিআইজি মো. মোজাম্মলে হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শাহ্জালাল বুলেট (৩২), মো. নাসির (৩৫) ও মো. ফারুক হোসেন (২৮)। 

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস করতো না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ডেমরা, সাইনবোর্ডসহ বিভিন্ন জায়গায় পাইকারিতে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচএম/একেএস

আরও পড়ুন