• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৫:০২ পিএম

পারটেক্স গ্রুপের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

পারটেক্স গ্রুপের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় এম এ হাসেম দুদকে এসে উপস্থিত হন। তারপর দুদকের পরিচালক মোশাররফ হোসেন মৃধা তার জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেকার সময় তার জিজ্ঞাসাবাদ চলছিল। 

দুদক সূত্রে জানা গেছে, এম এ হাসেমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারের বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি দখলসহ শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্বল্প মূল্যে পণ্য আমদানি করে মূল্য বেশি দেখিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসকল বিষয়ে তাকে দুদক কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন। 

এইচএম/টিএফ

আরও পড়ুন