• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৬:১০ পিএম

ওসমানী মেডিকেলের উপ-পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ওসমানী মেডিকেলের উপ-পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. আব্দুস ছালামসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ভুয়া বিল ও নানা খাতে অতিরিক্ত ব্যয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম সিলেটের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট দাখিল করেন।

দাখিলকৃত চার্জশিটের আসামিরা হলেন- মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. জাকির হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক মো. আব্দুল কুদ্দুছ আটিয়া ও চাঁদপুরের ফরিদগঞ্জের মিরপুর গ্রামের মো. আব্দুল কুদ্দুস আটিয়ার ছেলে আরিফ আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, ভুয়া বিল ও নানা খাতে অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের মে মাসে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

এইচএম/টিএফ

আরও পড়ুন