• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ১২:২৮ পিএম

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। আজ বুধবার (২০ নভেম্বর) ভোররাতে হাজারীবাগের শিকদার মেডিক্যাল কলেজের সামনের সড়কে র‌্যাবের একটি চেকপোস্টে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত নাদিম বাহাদুরের (৩৮) বাড়ি শরীয়তপুরে। ঢাকায় তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনের ৯টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফীন জানান, রাতে শিকদার মেডিক্যাল কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে র‌্যাবের তল্লাশি চলছিল। ভোর সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে কর্তব্যরত র‌্যাব সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু মোটরসাইকেল আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। আরেকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ‘বেশকিছু’ মাদক পাওয়া গেছে। পরে নিহতের সঙ্গে থাকা আইডি কার্ড থেকে তার নাম-পরিচয় জানা যায়।

এইচ এম/ এফসি

আরও পড়ুন