• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৩:০৩ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তমকে দুদকে তলব

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তমকে দুদকে তলব

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে তলব করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তলবি নোটিশটি পাঠানো হয়। আগামী ৫ ডিসেম্বর তাকে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য বলা হয়েছে। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-পরিচালক শামছুল ইসলাম সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, হাজিরার সময় উত্তম কুমার বড়ুয়াকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের তালিকা ও ব্যয়িত অর্থের হিসাবের নথিপত্র সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয়েছে।

কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এইচএস/টিএফ

আরও পড়ুন