• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৯:৩৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৯:৩৬ এএম

 টিসিবির পেঁয়াজ খোলাবাজারে বিক্রি, আটক ৪  

 টিসিবির পেঁয়াজ খোলাবাজারে বিক্রি, আটক ৪  

চট্টগ্রাম নগরীতে ন্যায্য মূল্যে বিক্রির জন্য বরাদ্দ ১৭৫ কেজি পেঁয়াজ খোলাবাজারে বিক্রির সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মসজিদ গলি এলাকায় থেকে তাদরে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ডিলার দোলন বড়ুয়া, তার সহকারী দিলীপ বড়ুয়া ও ট্রাকচালক এমদাদুল হক এবং পেঁয়াজের ক্রেতা জাহাঙ্গীর।

পুলিশ সূত্র জানায়, টিসিবির ডিলার দোলন বড়ুয়া অক্সিজেনের মসজিদ গলিতে জহাঙ্গীর স্টোরে ৭ বস্তা পেঁয়াজ বিক্রি করেন। প্রতি বস্তায় ২৫ কেজি করে পেঁয়াজ আছে। অভিযানের সময় দোকানেই ছিলেন ডিলার দোলন বড়ুয়া, তার সহকারী দিলীপ বড়ুয়া ও ট্রাকচালক এমদাদুল হক। পুলিশ দোকানিসহ চার জনকেই আটক করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিটন সরকার বলেন, খোলাবাজারে ন্যায্য মূল্যে বিক্রির জন্য টিসিবি তাদের ডিলার দোলন বড়ুয়াকে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে দিয়েছে। এসব পেঁয়াজ ৪৫ টাকা করে বিক্রি করার কথা। কিন্তু এই ডিলার সামান্য বেশি দামে ১৭৫ কেজি পেঁয়াজ দোকানি মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এইচএম/একেএস

আরও পড়ুন