• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:২২ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:২২ এএম

ঝুলছে কেয়ারটেকার, ড্রামে নারীর লাশ

ঝুলছে কেয়ারটেকার, ড্রামে নারীর লাশ

রাজধানীর মতিঝিলের একটি বাড়ির ছাদের চিলেকোঠা থেকে ওই ভবনের কেয়ারটেকার শহিদুল ইসলাম এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নারীর পরিচয় পায়নি পুলিশ। 

বুধবার (১২ ডিসেম্বর) রাতের ১০টায় ঘটনাটি ঘটে। মতিঝিল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল কাঁচাবাজার এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে শহিদুল ইসলাম নামে ওই ভবনের কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ওই কক্ষে তল্লাশি চালিয়ে শহিদুলের ঘরের পাশে একটি নীল কেমিক্যালের খালি ড্রাম থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ওই নারীর নাম-পরিচয় স্থানীয় কেউ বলতে পারেননি। 

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) জামিল হাসান বলেন, ‘এই ভবনের মালিক যুক্তরাষ্ট্রে থাকেন। ভবনের পুরোটা জুড়েই শুধু প্রেস আর প্রেসের কাগজের গোডাউন। শহিদুল কারখানাগুলো থেকে ভাড়া তুলে যুক্তরাষ্ট্রে তার মালিককে পাঠাতেন। গতকাল রাতে বাড়ির ছাদের ট্যাংকিতে পানি না থাকায় একাধিক কর্মচারীরা ছাদে যায়। সেখানে গেট খুলে শহিদুলের মরদেহ ঝুলতে দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শহিদুলের রুমের দরজার পাশেই একটি ড্রাম রাখা ছিল। ঘাতকরা নীল রঙের কেমিক্যালের ড্রামে নারীর মরদেহ ভেতরে রেখে বাইরে দিয়ে সিমেন্টের প্রলেপ দিয়ে বন্ধ করে দিয়েছিল।’

‘তবে গ্যাসের কারণে এটি ফেটে এক নারীর কাপড় দেখা যাচ্ছিল। পরে পুলিশ সেটি খুলে ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে গোয়েন্দা টীম ও সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে এসে হত্যার আলামত সংগ্রহ করেছে। আশপাশের বেশ কয়েকজন প্রেস ও কারখানার কর্মচারী, ম্যানেজার ও মালিকদের আটক ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে গোয়েন্দারা। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’ 

এইচএম/টিএফ

আরও পড়ুন