• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০২:৩৭ পিএম

বালিশকাণ্ডের প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জন গ্রেফতার

বালিশকাণ্ডের প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জন গ্রেফতার
পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প- ফাইল ছবি

বহুল আলোচিত বালিশকাণ্ডে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাবনা থেকে তাদেরকে গ্রেফতার করে দুদকের একটি টিম। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, ঠিকাদার আফিফ হোসেন, শাহাদত হোসেন। বাকিদের নাম এখনও জানা যায়নি।

এর আগে, গত ৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে মোহাম্মদ মাসুদুল আলমসহ ৭ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এদিন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তাহাজ্জুদ হোসেন (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-১) ও মোস্তফা কামালকে (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২)।
 
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদক পৃথক চারটি মামলা দায়ের করেছে।

এইচএস/টিএফ

আরও পড়ুন