• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৯, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৭, ২০১৯, ০৬:৪৫ পিএম

৬ হুজি নেতা ৫ দিনের রিমান্ডে

৬ হুজি নেতা ৫ দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডা এলাকার সাঁতারকুলে গ্রেফতার হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) নেতৃস্থানীয় পর্যায়ের ৬ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হল- হুজির ডাকাত দলের নেতা বিল্লাল হোসেন (২৫), নুর আলম (২৮), রফিকুল ইসলাম (২৯), আবুল মিয়া (৩৫), আব্দুর রহমান (৩০) ও আকতার হোসেন (৩৪)। এক আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। বাকি আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন না। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এসময় তাদের কাছ থেকে ১০০ মি.লি চেতনানাশক পদার্থ, একটি চাপাতি, তিনটি চাকু, দুটি মুখোশ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এইচ এম/ এফসি

আরও পড়ুন