• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০, ০৮:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২০, ০৮:৩৩ পিএম

সারওয়ার আলীকে হত্যাচেষ্টা, দুজনের স্বীকারোক্তি

সারওয়ার আলীকে হত্যাচেষ্টা, দুজনের স্বীকারোক্তি
ডা. সারওয়ার আলী - ফাইল ছবি

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, সারওয়ার আলীর বাড়ির দারোয়ান মো. হাসান ও গাড়িচালক হাফিজুল ইসলাম।

শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার মামলা তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সুকান্ত সাহা আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। একইসঙ্গে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। এরপর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান দুজনের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ জানুয়ারি এ দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ জানুয়ারি রাজধানী উত্তরার ৭নং সেক্টরে নিজ বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীসহ পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার মূল হোতা গাড়িচালক নাজমুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে বলে জানায় পুলিশ। 

এইচ এম/ এফসি

আরও পড়ুন