• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৬:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ০৬:০৪ পিএম

অস্ত্র উঁচিয়ে ঢাবি শিক্ষার্থীদেরকে হুমকি, ব্যবসায়ীকে গণপিটুনি

অস্ত্র উঁচিয়ে ঢাবি শিক্ষার্থীদেরকে হুমকি, ব্যবসায়ীকে গণপিটুনি

ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে অস্ত্র উঁচিয়ে হুমকি দিয়েছেন এক ব্যবসায়ী। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অস্ত্র বের করে শিক্ষার্থীদের হুমকি দেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তি জনশক্তি রফতানির ব্যবসা করেন। তার বাড়ি কুমিল্লায়। অস্ত্রের লাইসেন্স আছে বলে জানিয়েছেন তিনি।

সরস্বতী পূজার দিনে নির্বাচন না করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকে নির্বাচন কমিশন ঘেরাও করতে পদযাত্রা শুরু করে তারা। পুলিশের বাধার মুখে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকার দুই সিটি নির্বাচন সরস্বতী পূজার দিনে পড়ায় তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছিল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেটি খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হতে কোনও বাধা নেই।

এসএমএম