• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৯:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২০, ০৯:১৭ পিএম

জুতার ভেতর থেকে মিলল দেড় কেজি সোনা

জুতার ভেতর থেকে মিলল দেড় কেজি সোনা
প্রতীকী ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাওয়ার পথে এক যাত্রীর জুতার ভেতর থেকে দেড় কেজি ওজনের স্বর্ণের বার আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

যার ওজন ১৫শ’ গ্রাম বা দেড় কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

রোববার (১ মার্চ) সিভিল অ্যাভিয়েশনের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-১১ চেকিং পয়েন্টে ঢাকা থেকে কলকাতাগামী ইউএস বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট নম্বর বিএস ২০১) যাত্রী মোহাম্মদ পাশার (পাসপোর্ট নম্বর-ইই-০১৩৭৫৪৬) চলাফেরায় সন্দেহ হলে তার ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির পর প্রাথমিকভাবে জুতার ভেতর থেকে ১৪টি সোনার বার জব্দ করা হয়। পরে পুরো দেহ তল্লাশি করে আরও একটি সোনার বার উদ্ধার করা হয়। অর্থাৎ মোট ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ১৫শ’ গ্রাম বা দেড় কেজি। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

আটক স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমএম