• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৮, ০৭:১৮ পিএম

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন : বি. চৌধুরী

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন : বি. চৌধুরী
 

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউ.এম বদরুদ্দোজা চৌধুরী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলা মাঠে আয়োজিত মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।

বি. চৌধুরী বলেন, ১০ বছর আগে আমাদের মাথাপিছু আয় ছিল ২০ ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার সাতশ ডলার, গড় আয়ু ৫০-৫৫ বছর বেড়ে হয়েছে ৭০-৭২ বছর। শিশুমৃত্যুর হার কমেছে, পৃথিবীর মধ্যে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। প্রায় দেড় কোটি মানুষ বিদেশে কর্মরত। পদ্মা সেতুর নির্মাণ চলছে দেশের টাকায়। ১০ বছর আগে এসব আমরা করতে পারিনি।এর সবই করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমরা ভারত-পাকিস্তান থেকে অনেক উপরে, পাকিস্তানীরাও এ কথা স্বীকার করে।

৩০ ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য বি. চৌধুরী জনগণের প্রতি আহ্বান জানান। 

মাহী বি. চৌধুরী বঙ্গবন্ধুর নৌকা, কফিলউদ্দিন চৌধুরীর নৌকা ও শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে উন্নয়ন, শান্তি ও স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. বদিউজ্জামান ডাবলু, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট আবুল কাশেম, গিয়াসউদ্দিন গিয়াস, গোলাম সারোয়ার কবীর, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা রফিকুজ্জামান, বালচর ইনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইছাপুরা ইনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন হাওলাদার, বিকল্পধারার সিরাজদিখান উপজেলা সভাপতি রুহুল আমিন, সিরাজদিখান উপজেলা যুব লীগ নেতা মইনুল হাসান নাহিদ, মাসুদ লস্কর, শ্রমিক নেতা হামিদুল ইসলাম রতন, যুবধারা সিরাজদিখান উপজেলা সভাপতি সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ। 

এর আগে বি চৌধুরী ও মাহী চৌধুরী সিরাজদিখান মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য রাখেন।

বিকাল ৩টায় শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় বি চৌধুরী মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
 
জাহো/ এফসি