• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ১২, ২০২০, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১২, ২০২০, ০৭:০৬ পিএম

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ডিএমপি’র ৯০ কর্মকর্তা পুরস্কৃত

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ডিএমপি’র ৯০ কর্মকর্তা পুরস্কৃত

রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের ৯০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির হেডকোয়ার্টার্সে ফেব্রুয়ারি (২০২০) মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ফেব্রুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ। ডিএমপির গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ যৌথভাবে নির্বাচিত হয়েছে গোয়েন্দা-পশ্চিম ও উত্তর।

শ্রেষ্ঠ টিম লিডার হলেন পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমা। 

ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-পূর্ব বিভাগ।

এসএমএম