• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৭:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২০, ০৮:১৩ পিএম

যে কোনও সময় বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর

যে কোনও সময় বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর
আবদুল মাজেদকে কারাগারে নেয়া হচ্ছে ● সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর যে কোনও সময়। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) টেলিফোনে চ্যানেল টোয়েন্টিফোরকে এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, প্রাণভিক্ষার আবেদন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হয়েছে। এখন ফাঁসি ছাড়া আর কোনও কাজ বাকি নেই।

বঙ্গবন্ধু হত্যা মামলায় জজ আদালত থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত সবগুলো ধাপ পেরিয়ে চূড়ান্ত রায় আসে ২০০৯ সালে।

২০১০ সালের জানুয়ারিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৫ খুনির ফাঁসির রায় কার্যকর করা হয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ১১ জনের একজন আবদুল মাজেদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মাজেদসহ ৬ খুনি পলাতক ছিলেন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে গাবতলী থেকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।

মঙ্গলবার (৭ এপ্রিল) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এসএমএম

আরও পড়ুন