• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২, ২০২০, ০৪:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২০, ০৪:১৩ পিএম

স্কেচ দেখে ধর্ষককে গ্রেফতার

স্কেচ দেখে ধর্ষককে গ্রেফতার
ভিডিও ফুটেজে দেখা ব্যক্তি, আঁকা স্কেচ ও স্কেচ দেখে গ্রেফতার করা ধর্ষক (বাম দিকে থেকে) ● সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার মুরাদনগর এলাকায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় স্কেচ দেখে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার (এসি, শ্যামপুর জোন) শাহ আলম।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল মুরাদনগরে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে মুরাদনগর এলাকার ১৬টি সিসি ক্যামেরার ২০-২৫ এপ্রিলের ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন সবাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

২৫ তারিখের একটা ফুটেজে পাঁচ তলা একটি ভবনের সামনে ভুক্তভোগী শিশুর হাত ধরে এক ব্যক্তিকে আংশিক দেখা যায়। কিন্তু মাস্ক পরে থাকায় তাকে পুরোপুরি চেনা যাচ্ছিল না।

পরে ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদের পরামর্শে আমার পরিচিত শিল্পী সাখাওয়াত তমালকে দিয়ে মাস্ক পরা ব্যক্তির সম্ভাব্য স্কেচ আঁকিয়ে মুরাদপুর এলাকার লোকজনকে দেয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা স্কেচ দেখে চিনতে পারলে ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ওই তরুণকে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের অপরাধ স্বীকার করেছে গ্রেফতার তরুণ।

এসএমএম

আরও পড়ুন