• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০২০, ১০:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০২০, ১০:১৫ পিএম

বাড্ডা থেকে অপহৃত শিশু হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, গ্রেফতার ২

বাড্ডা থেকে অপহৃত শিশু হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, গ্রেফতার  ২

রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৭ বছরের শিশু অপহরণের একদিন পর উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে বাড্ডার মাগারদিয়া এলাকা থেকে হাত পা-বাধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থা শিশুটিকে উদ্ধার করা হয়।

এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জাহিদ (২০) ও আব্দুল জলিল (১৯)। 

পুলিশ সূত্র জানায়, বুধবার (২০ মে) বিকেলে বাড্ডার সাতারকুল এলাকা থেকে শিশুটি অপহৃত হয়। পড়ে শিশুটি পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে অনুসন্ধান করে বাড্ডা থানার মগারদিয়া নামক এলাকা থেকে শিশুটির হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

বাড্ডা থানার পরিদর্শক অপারেশন ইয়াসিন গাজী বলেন, শিশুটির বাবার অভিযোগের পরই আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে মগারদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করি এবং দুজন অপহরণকারীকে গ্রেফতার করি।

তিনি বলেন, তারা দুজনই রিকশা চালাতো। আর শিশুটির বাবা রিকশার গ্যারেজ মালিক। সাতারকুলে তাদের বাসা। অপহরণকারীরা দীর্ঘ দিন যাবত শিশুটির বাবার গ্যারেজ থেকে ভাড়ায় রিকশা চালাতো। সেখান থেকে তাদের মধ্যে পরিচয় ছিল। গ্রেফতারকৃতদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এসএমএম

আরও পড়ুন