• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৬, ২০২০, ০৬:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২০, ০৬:৩১ পিএম

দুর্নীতিগ্রস্ত সহকর্মীর বদলি চেয়ে ডিএমপি কমিশনারের চিঠি

দুর্নীতিগ্রস্ত সহকর্মীর বদলি চেয়ে ডিএমপি কমিশনারের চিঠি
ঢাকা পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ● ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে তাকে বদলি করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন ঢাকা পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

চিঠিতে শফিকুল ইসলাম লিখেছেন, ইমাম হোসেন একজন দুর্নীতি পরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

সম্প্রতি ইমাম হোসেন ডিএমপির কেনাকাটায় খোদ পুলিশ কমিশনারকেই বখরা গ্রহণের প্রস্তাব দিয়েছেন। যে কারণে তাকে ডিএমপিতে রাখা ঠিক নয় বলে জানান পুলিশ কমিশনার।

চিঠিতে দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে বদলির সুপারিশ করেন করা হয়। ৩০ মে পুলিশ মহাপরিদর্শক বরাবর এ চিঠি দেন ডিএমপি কমিশনার।

২০১২ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার হিসেবে যোগ দেন ইমাম হোসেন। পরবর্তী সময়ে ডিএমপির উপকমিশনার (অর্থ) ও উপকমিশনার (লজিস্টিকস) পদে দায়িত্ব পালন করেন।

পদোন্নতি পেয়ে তিনি বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপির লজিস্টিকস বিভাগে কর্মরত আছেন।

এসএমএম

আরও পড়ুন