• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০২০, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০২০, ০১:২৮ পিএম

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : গ্রেফতার আরও ৪

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : গ্রেফতার আরও ৪

লিবিয়ায় পাচারের পর ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরো চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গরবিবার (৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হলো। আর ঘটনার পর মানবপাচার ও সন্ত্রাস দমন আইনে সারা দেশে ২২টি মামলা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আবু আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতাররা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। এ ব্যাপারে পরে মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। এ ছাড়া গুলিতে মারাত্মক আহত হন আরো ১১ বাংলাদেশি। ঘটনার পর জাতীয় ও আন্তর্জাতিক মানবপাচার চক্রে জড়িত এই দেশে যারা রয়েছে তাদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ ও তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসএমএম