• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ০১:০১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০২০, ০১:০১ এএম

সাহেদের ব্যাংক হিসাব তলব

সাহেদের ব্যাংক হিসাব তলব
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ● সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও তার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

সংস্থাটির প্রধান আবু হেনা মোহাম্মসদ রাজী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী প্রধানদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে বা কারও ব্যাপারে তথ্যের দরকার হলে ব্যাংক হিসাব তলব করে ইন্টেলিজেন্স ইউনিট। রিজেন্ট হাসপাতালের মালিকের ব্যাংক হিসাবও আইন মেনে তলব করা হয়েছে বলে জানান তিনি।

চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, ভুয়া প্রতিবেদন তৈরিসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র‍্যাব।

প্রতারণার অভিযোগে মোহাম্মদ সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়েছে। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাহেদসহ নয়জন পলাতক রয়েছেন।

বুধবার (৮ জুলাই) গ্রেফতারকৃত আটজনের মধ্যে সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর উত্তরা থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। তবে এদের মধ্যে একজন কিশোর হওয়ায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়নি।

কেএপি

আরও পড়ুন