• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০৬:৫০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০২০, ০৬:৫০ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে টিকটকের আইনী ব্যবস্থার হুমকি 

ট্রাম্পের বিরুদ্ধে টিকটকের আইনী ব্যবস্থার হুমকি 

যুক্তরাষ্ট্র থেকে ৪৫ দিনের মধ্যে টিকটকের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে ফেলার নির্দেশ দিয়েছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের মাধ্যমে চীনা কোম্পানিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।


এর আগে জনপ্রিয় এ অ্যাপের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সকল আইন মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল। অন্যদিকে চীনের আরেকটি অ্যাপ উইচ্যাটের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেন ট্রাম্প। নিরাপত্তার ইস্যু সামনে এনে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়ার মধ্যেই প্রতিষ্ঠানটি তাদের আমেরিকান ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রির চিন্তা করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টিকটক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হলেও কোম্পানিটি বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

তাছাড়া যুক্তরাষ্ট্র কোন ধরণের সুস্পষ্ট তদন্ত ছাড়াই এমন পদক্ষেপ নেওয়ায় বিশ্বব্যাপি টিকটকের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

এম
 

আরও পড়ুন