• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২০, ০৩:০৯ পিএম

অর্থ আত্মসাতের মামলায় সাহেদ ৭ দিনের রিমান্ডে

অর্থ আত্মসাতের মামলায় সাহেদ ৭ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা মহানগর আদালতে বিচারক ইমরুল কায়েস এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে নেয়া হয় রিজেন্ট হাসপাতালের মালিক সাহদকে। দুদকের পক্ষে শুনানী করে আইনজীবী খুরশীদ আলম খান ও মোশাররফ হোসেন কাজল।এ সময় সাহেদের পক্ষ থেকে কোনও আইনজীবী ছিল না। সে নিজেই শুনানি করেন।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় শাদেহের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানার তিন মামলা ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার মামলায় ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন সাতক্ষীরার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

কেএপি

আরও পড়ুন