• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৪:২৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০২০, ০৪:২৬ পিএম

ফেসবুকে প্রতারণায় চার বিদেশী গ্রেফতার

ফেসবুকে প্রতারণায় চার বিদেশী গ্রেফতার

ফেসবুক প্রতারণার জড়িত চার বিদেশীকে গ্রেফতার করেছে সিআইডি। এদের দুইজন নাইজেরিয়া ও অপর দুইজন ঘানার নাগরিক।

 
বুধবার (২৬ আগস্ট) সিআইডির পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয় এই চার বিদেশীকে রাজধানীর দক্ষিণখানের কাউলা ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই বিদেশীদের দ্বারা প্রতারণার শিকার একজনের অভিযোগের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।

আটক বিদেশীরা নারীদের ফেইক আইডি ব্যবহার করে বন্ধুত্ব করে এবং সেই আইডি থেকে বিভিন্ন ধরণের গিফট পাঠানোর প্রস্তাব দেয়। পরে গিফটটি নেয়ার জন্য কাস্টমস ক্নিয়ারেন্সের নামে মোটা অঙ্কের টাকা দাবি করে।

এরকম গেলো কয়েকমাসে সারাদেশে অসংখ্য ভিকটিমের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানানো হয় সিআইডির পক্ষ থেকে। 

এদের কারোরই পাসপোর্ট ও ভিসার মেয়াদ নেই। 

এদের সাথে দেশীয় চক্র জড়িত থাকার বিষয়টি অনুসন্ধান করছে সিআইডি।

জাগরণ/এমইউ

আরও পড়ুন