• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২০, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০২০, ০৪:৩৫ পিএম

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সোমবার(৩১ আগস্ট) পাপিয়াদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জব্দ তালিকা প্রস্তুতকারী র‍্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম। এ মামলায় আগামীকালও সাক্ষ্য নেয়ার দিন ধার্য্য রয়েছে। গত ২৩ আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সাক্ষ্যগ্রহণের দিন থাকায় আজ সকালে, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এর আগে গত ২৯ জুন ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১২ জনকে। তাদের মধ্যে একজন আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন।

জাগরণ/এমইউ

আরও পড়ুন