• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০, ১২:২২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২০, ১২:২২ এএম

বুয়েটের আবরার হত্যা

অভিযোগ গঠনের শুনানি শুরু

অভিযোগ গঠনের শুনানি শুরু
আবরার ফাহাদ ● ফাইল ছবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের জন্য শুনানির পরবর্তী তারিখ ধার্য হয়েছে ৯ সেপ্টেম্বর। প্রথম ধাপের শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, এটি কোনওভাবেই ৩০২ ধারার মামলা হতে পারে না। তবে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

সতীর্থ হত্যার দায়ে অভিযুক্ত বুয়েটের ২৫ শিক্ষার্থী। যাদের ভেতর ৩ জন এখনও পলাতক। বাকি  ২২ আসামিকে হাজির করা হয় বিশেষ ট্রাইব্যুনাল আদালতে। পুলিশের দেয়া অভিযোগ পত্রের ওপর প্রথম দফার শুনানিতে ১৩ জনের আইনজীবীর বক্তব্য শুনেন বিচারক। এসময় তারা দাবি করেন, এটি ইচ্ছাকৃত হত্যা নয়। এর বিপক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

আসামিদের বের করার সময় বাইরে অপেক্ষারত স্বজনরা বলেন, তাদের সন্তানরা বীরের বেশে বেরিয়ে আসবে।

এই ইস্যুতে আইন সংশোধন করে অডিও-ভিডিওকে সাক্ষ্য হিসেবে গ্রহণের দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেন আইনজীবীরা।

গত বছর ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে বন্ধু ও ছাত্রলীগের বড়ভাইদের নির্যাতনে নিহত হন তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার।

কেএপি