• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১২:৪৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০, ১২:৪৬ এএম

সরকারের খাতায় খরচ দেখিয়ে নিজের পকেট ভারী!

সরকারের খাতায় খরচ দেখিয়ে নিজের পকেট ভারী!
সংগৃহীত ছবি

আশরাফুন্নেসা। পরিবার পরিকল্পনা অধিদফতরের আই ই এম ইউনিটের পরিচালক। দুদকের বারান্দায় তিনি হাজির হয়েছেন নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের জবাব দিতে।

তার বিরুদ্ধে অভিযোগ সরকারি অর্থ আত্মাসাৎ করেছেন ভুল বিল ভাউচারের মাধ্যমে। কাগজে কলমে ২০১৮-১৯ সালে বাল্যবিবাহ প্রতিরোধে দেশের ৪৮৬টি উপজেলায় কর্মশালা হয়েছে। এ বাবদ খরচ হয়েছে ৭ কোটি টাকা। অথচ কর্মশালা না করেই রাষ্ট্রের এই টাকা মেরে খান তিনি। একই সময়ে ৫৭টি কোটেশনের মাধ্যমে ২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাৎতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরের অর্থ বছরেও একই কায়দায় করেন দুর্নীতি। ৪৮টি কোটেশনের মাধ্যমে তুলে নেন আরও ২ কোটি ৪০ লাখ টাকা।

নিজের পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন প্রচারের জন্য কাজ দেন বিজ্ঞাপন প্রচার না করেই ব্যয় হয় সরকারের ১ কোটি ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে আত্মসাৎ করেন প্রায় ১৪ কোটি টাকা।

দুদকে প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় অস্বীকার করেন সব অভিযোগ।

এই ঘটনা অনুসন্ধানে এর আগে আরো ৪ কর্মকর্তা ও এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করে দুদক। চ্যানেলটোয়েন্টিফোর। 

কেএপি