• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১০:১২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০, ১০:১২ এএম

ভোর ৪টা থেকে এয়ারলাইন্সের অফিসে টিকিট-প্রত্যাশীদের ভিড়

ভোর ৪টা থেকে এয়ারলাইন্সের অফিসে টিকিট-প্রত্যাশীদের ভিড়
সৌদি আরবে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট পেতে ভীড় করেছেন সৌদি প্রবাসী কর্মজীবীরা। ফাইল ছবি

সৌদি আরবে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট পেতে আজও ভীড় করেছেন সৌদি প্রবাসী কর্মজীবীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করছেন প্রবাসীরা।

তারা বলছেন, সিরিয়াল অনুসারে টিকেট পেলে সৌদি যেতে দুশ্চিন্তা কেটে যাবে। টিকেট যাতে কালোবাজারে চলে না যায় সেদিকে লক্ষ্যরাখার দাবি জানান তারা।

এদিকে, প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। সেই সাথে শ্রমিকদের যাত্রা নিশ্চিত করতে বিশেষ ফ্লাইটেরও অনুমতি দিয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে।

কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিট পেতে বিক্ষোভ করছিলেন সৌদি প্রবাসী শ্রমিকরা।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন