• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৯, ০৫:০৭ পিএম

পশ্চিমবঙ্গে আটক দুই জেএমবি সদস্য

পশ্চিমবঙ্গে আটক দুই জেএমবি সদস্য

 

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ ঘটনায় ফেরার দুই অভিযুক্তকে হুগলির আরামবাগের একটি গ্রাম থেকে পাকড়াও করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

ধৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি)-এর শীর্ষ নেতা কাওসরকে জেরা করেই হদিশ মেলে ফেরার কদল কাজি এবং হাবিবুর ওরফে সাজ্জাদের।

সোমবার গভীর রাতে এনআইএ-র দু’টি আলাদা দল আরামবাগে জঙ্গি আস্তানায় হানা দেয়। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন এই দু’জন। বেশ কয়েক মাস ধরে রাজমিস্ত্রির পরিচয়েই গা ঢাকা দিয়েছিল দু’জন, এমনটাই জানতে পেরেছেন এনআইএ কর্মকর্তারা।

কদর বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা এবং কাওসরের অন্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি গোয়েন্দাদের। জেএমবি-র খাগড়াগড় মডিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সে। ২০১৪ সালে খাগড়গড় বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল সে। বীরভূমে জেএমবি-র মডিউলের দায়িত্বে থাকা কদর সংগঠনের তহবিল তৈরি করা থেকে শুরু করে প্রশিক্ষণের বন্দোবস্তও করেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

অন্যদিকে হাবিবুর ওরফে সাজ্জাদও ওই মডিউলেরই গুরুত্বপূর্ণ সদস্য। এনআইএ গোয়েন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দু’জনকেই কলকাতার বিশেষ এনআইএ আদালতে পেশ করা হবে।

সূত্র : আনন্দবাজার