• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০১৯, ০৭:৫১ পিএম

রাকাবের হালখাতায় ২শ কোটি টাকা ঋণ আদায়

রাকাবের হালখাতায় ২শ কোটি টাকা ঋণ আদায়

হালখাতায় ২শ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ব্যাংকের ৩৮১টি শাখায় মঙ্গলবার (১৬ এপ্রিল) একযোগে এই হালখাতা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মহাসমারোহে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলার আয়োজন ছিল। হালখাতা চলাকালে ১৯৪ কোটি ২২ লাখ টাকা বকেয়া ঋণ আদায় হয়েছে। এর মধ্যে ৩৩ কোটি টাকা শ্রেণিকৃত ঋণ।

এছাড়া শ্রেণিযোগ্য ঋণের পরিমাণ ৯৪ কোটি ৩৪ লাখ, পুনতফশীল ঋণ ৫ কোটি ৬২ লাখ এবং অন্যান্য ঋণ আদায়ের পরিমাণ ৬১ কোটি ২৪ লাখ টাকা। এই আয়োজনে ১২ কোটি ২১ লাখ টাকা আমানত সংগ্রহ করেছে রাকাব।

তিনি আরও জানান, বকেয়া ঋণ আদায়ের পাশাপাশি হালখাতায় ফসলী ঋণ, ফার্মাস ক্রেডিট ঋণ ও চলতি পুঁজি ঋণসহ বিভিন্ন সরকারি অগ্রাধিকার খাতসমূহে প্রায় ১৪১ কোটি টাকা বিতরণ করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম রাকাবের বিভিন্ন শাখা ঘুরে এই কার্যক্রম পরিদর্শন করেন।

হালখাতার এই সফলতায় ব্যাংকের জোন ও শাখা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ দেন চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি আগামীতে এই ধারাবাহিকতা বজায় রেখে রাকাবকে মডেল ব্যাংক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

একেএস