• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০৯:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০১৯, ০৯:১৩ পিএম

শতভাগেরও বেশি মুনাফা আইপিডিসি ফাইন্যান্সের

শতভাগেরও বেশি মুনাফা আইপিডিসি ফাইন্যান্সের

পুঁজিবাজারের আর্থিক খাতের তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রথম প্রান্তিক (জানুয়ারি’১৯-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ১১৬.১২ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩১ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.৩৬ টাকা বা ১১৬.১২ শতাংশ।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.৯৫ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৯৯ টাকা ঋণাত্মক।

ডিএসই সূত্রে জানা গেছে, আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‍“এ” ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ৬১ লাখ টাকা।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৭ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে।

এআই/এসজেড