• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৯, ০৮:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০১৯, ০২:৪০ এএম

সরকার বিদেশে খাদ্য রফতানির চেষ্টা করছে : কৃষিমন্ত্রী

সরকার বিদেশে খাদ্য রফতানির চেষ্টা করছে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক- ছবি: জাগরণ

দেশে ধান ও সবজির বাম্পার ফলনের প্রেক্ষিতে সরকার ধান ও আলুসহ বিদেশে খাদ্য রফতানির চেষ্টা করছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংসদে বিরোধী দলের সদস্য মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা জানান।

তিনি বলেন, দ্রুততার সঙ্গে বিদেশে খাদ্য রফতানির ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এজন্য বুরো ফসল কাটার পর আরো তিন মাস সময় লাগবে।

কৃষিতে বাম্পার ফলনের কথা উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, এখন প্রতি মণ ধানের দাম ৬শ’ থেকে ৬৫০ টাকা। যেখানে প্রতিমণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ৭শ’ থেকে ৭৫০ টাকা। ফলে কৃষকের জন্য ধান উৎপাদন লাভজনক হচ্ছে না। দেশে বর্তমানে ১ কোটি ৩ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা গত বছরের তুলনায় ৩০ লাখ টন বেশি এবং গত বছরের ১ কোটি ৪০ লাখ টন ধান উৎপাদনের স্থলে এবার উৎপাদন হয়েছে ১ কোটি ৫৩ লাখ টন। 

মন্ত্রী বলেন, উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রফতানি করার সুযোগ রয়েছে বিধায় সরকার কৃষকের উৎপাদন খরচে সমন্বয় করতে বিদেশে খাদ্য রফতানি করার চেষ্টা করছে।

এইচ এস/টিএফ