• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০৯:৩৩ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৯:৩৩ এএম

মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড 

মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড 

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মুস্তফী বাসস্ট্যান্ড বাজারে সোমবার (১৩ মে) বিকেলে মরা গরুর মাংস বিক্রি করার দায়ে ইদ্দি আলী (৪১) নামে এক মাংস ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ কারাদণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়। ইদ্দি আলী ওই এলাকার হুজুরের-বটেরতল এলাকার খোকা মিয়া ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ইদ্দি আলী নামের ওই মাংস বিক্রেতা বিক্রির জন্য মরা গরুর মাংস মুস্তফী বাসস্ট্যান্ড বাজারে নিয়ে এলে স্থানীয় লোকজন তা আটক করে সদর ইউএনওকে খবর দেয়। পরে পুলিশ নিয়ে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর ইউএনও জয়শ্রী রানী রায়। এ সময় আটক মাংস ব্যবসায়ী ইদ্দি আলী তার দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে মরা গরুর মাংসগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়। 

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, সাজাপ্রাপ্ত মাংস ব্যবসায়ী ইদ্দি আলীকে রাতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কেএসটি