• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৩, ২০১৯, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০১৯, ০৫:৫০ পিএম

বিদেশ থেকে বৈধপথে টাকা পাঠানোর খরচ কমবে

বিদেশ থেকে বৈধপথে টাকা পাঠানোর খরচ কমবে

দেশের বাইরে থেকে বৈধপথে টাকা পাঠানো ও রেমিট্যান্সের খরচ কমাতে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) প্রস্তাবিত বাজেটে এমন তথ্যই উপস্থাপন করেছেন তিনি। 

প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বাড়তি ব্যয় কমানো এবং বৈধপথে অর্থ প্রেরণ উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে বৈধপথে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়বে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কর্মীদের বিমা সুবিধায় আনার কথাও বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিমা সুবিধা না থাকায় দুর্ঘটনা ও নানাবিধ কারণে প্রায়ই তাদের পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ জন্য প্রবাসী কর্মীদের বিমা সুবিধায় আনতে আগামী অর্থবছর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে প্রস্তাবিত বাজেটে।

 আরএম/এআই/এসএমএম