• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৭:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৯, ০৭:৩৪ পিএম

জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী

গত অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহ ১৬ লাখ মেট্রিক টন

গত অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহ ১৬ লাখ মেট্রিক টন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, লক্ষ্যমাত্রার বিপরীতে গত ১ জুলাই পর্যন্ত ৪০ হাজার ১৭৫ মেট্রিক টন গম, ৮৪ হাজার ৩০৯ মেট্রিক টন ধান এবং ১৪ লাখ ৬৬ হাজার ৪৮৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ সর্বমোট ১৫ লাখ ৯০ হাজার ৯৭০ মেট্রিক টন খাদ্যশস্য সংগৃহীত হয়েছে।

সোমবার (৮ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ এবাদুল করিমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি দলের আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি মেট্রিক টনে ২৬ হাজার টাকা হিসেবে চার লাখ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ জন্য ব্যয় হবে এক হাজার ৪০ কোটি টাকা।

তিনি বলেন, গত ২৭ জুন পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ৭৯ হাজার ৪৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সংগ্রহকৃত ধানের মূল্য পরিশোধে সরকার ২০৬ কোটি ৬০ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করেছে।

এইচএস/এসএমএম

আরও পড়ুন