• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৫:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৫:৪৩ পিএম

শুল্ক ছাড়া আমদানি করা যাবে ডেঙ্গু শনাক্তকরণ কিটস

শুল্ক ছাড়া আমদানি করা যাবে ডেঙ্গু শনাক্তকরণ কিটস

দেশে মহামারি আকার ধারণ করছে ডেঙ্গু জ্বর। এরইমধ্যে এই জ্বর শনাক্তকরণ কিটসের সংকট তৈরি হয়েছে। এই সংকট দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিটস আমদানিতে শুল্ক অব্যাহতি দিয়েছে।

সোমবার (৫ আগস্ট) এনবিআরের বন্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু জ্বর শনাক্তকরণ সহজ ও বিদেশ থেকে আমদানি করা, ডেঙ্গু টেস্টের কিটস, রিএজেন্ট, কাটস ফর প্লাটেলেট অ্যান্ড প্লাজমা আমদানিতে সব ধরনের কর অব্যাহতি দেয়া হয়েছে। এই পণ্যে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম করসহ যাবতীয় করাদি পরিহার করা হয়েছে।

আরো বলা হয়েছে, ওষুধ প্রশাসনের অনুমতিক্রমে নির্ধারিত এজেন্টরা আমদানি করতে পারবে। যা সার্বক্ষণিক মনিটরিং করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এআই/ এফসি

আরও পড়ুন