• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৬:১১ পিএম

বিপিএল প্রসঙ্গে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী 

বিপিএল প্রসঙ্গে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী 

‘বিপিএল হচ্ছে না’ এমন বক্তব্যের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আসলে কাউকে হার্ট করার জন্য এটা বলিনি। আমি ভদ্রলোক মানুষ, তাই বিষয়টির জন্য ক্ষমা চাইছি।’

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমার এক বন্ধুর দেয়া তথ্যের ভিত্তিতে ‘বিপিএল হচ্ছে  না’ বলে বক্তব্য দিয়েছিলাম। পরে অবশ্য বিসিবিতে ফোন করে তথ্য সঠিক নয় জেনে গতকালই আমি আমার বক্তব্য প্রত্যাহার করেছিলাম। আমি আসলে এটা কোনো উদ্দেশ্য নিয়ে বলিনি।

প্রসংগত, গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী এক অনুষ্ঠানে এবছর বিপিএল হচ্ছে না বলে জানিয়েছিলেন।

এমএএম / এফসি

আরও পড়ুন