• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৫:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৫:৫৮ পিএম

কাভার নোটে পণ্য খালাস না করার অনুরোধ বিআইর

কাভার নোটে পণ্য খালাস না করার অনুরোধ বিআইর

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিমা পলিসি ব্যতিত শুধু কাভার নোটে অর্থাৎ প্রাথমিক বিমা পলিসির দলিলে পণ্য খালাস না করার অনুরোধ জানিয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানির পণ্য খালাস করা হয়। কিছু ব্যবসায়ী বিমা কোম্পানির সঙ্গে আঁতাত করে শুধু কাভার নোটের মাধ্যমে পণ্য খালাস করে। যার কারণে পরবর্তীতে আর বিমা পলিসি ইস্যু করা হয় না। এক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন বাঁধে বিপত্তি। এতে একে বিমা কোম্পানির সুনাম নষ্ট হয়, অন্যদিকে পণ্যের ঝুঁকি রয়েই যায়।

সূত্র আরো জানায়, সিঅ্যান্ডএফ এজেন্টদের সহায়তায় গ্রাহকরা বিমার কভার নোটের মাধ্যমে পণ্য খালাস করছে। এই কারণে বিমা পলিসি ইস্যু ছাড়া যেন কোনো পণ্য খালাস না করা হয় সেজন্য এনবিআরের কাছে অনুরোধ জানিয়েছেন বিমা মালিকরা। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের সহায়তাও চেয়েছেন বিমা মালিকরা।

এআই/ এফসি

আরও পড়ুন