• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১২:৫৩ পিএম

সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী

সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী
সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি : টিভি থেকে নেয়া

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৫ সেপ্টেম্বর) একাডেমির প্যারেড গ্রাউন্ডের এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ এই কর্মকর্তাদের পদক দিয়েছেন। তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণও দেন সরকারপ্রধান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর পর ভিআইপি অতিথি ভবন তরুনিমায় পৌঁছলে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। অনুষ্ঠান শেষে দুপুরেই প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এফসি

আরও পড়ুন