• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৮:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৯:০১ পিএম

ড. এপিজে আবদুল কালাম স্মৃতি পদক পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ড. এপিজে আবদুল কালাম স্মৃতি পদক পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯

‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এ পি জে আবদুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করা হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, রাজধানীতে সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করা হবে।

ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক অ্যাডভাইসোরি কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনীত করে।

এসএমএম

আরও পড়ুন