• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১২:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০২:০৫ পিএম

পেঁয়াজের দাম ১২০ টাকা

পেঁয়াজের দাম ১২০ টাকা

ভারতের রফতানি নিষেধাজ্ঞার প্রভাবে অস্থির দেশের পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে ৪০-৪৫ টাকা বেড়ে, এ মসলাজাতীয় পণ্য কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

পাইকারি বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। দিনের ব্যবধানে ২০-২৫ টাকা বেড়ে দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮২ টাকায়। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।

যাত্রাবাড়ীর আড়তে রোববার (২৯ সেপ্টেম্বর) ৭০ টাকা করে বিক্রি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা করে।  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মায়ের দোয়া স্টোরের সামনে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা বলেন, গতকাল রাতেও এই পেঁয়াজ কিনেছি ৭০ টাকায়। সকালে দোকানে এসে দেখি ১২০ টাকা। দোকানির সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন অনেক ক্রেতা। দোকানি আবদুল কাইয়ুম বলেন, পেঁয়াজের দাম বাড়লে আমাদের কি করার আছে। বেশি দামে কিনি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরই বাংদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।

বাজার নিয়ন্ত্রণে, রাজধানীর ৩৫টি পয়েন্টে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

এআই/এসএমএম

আরও পড়ুন