• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০৩:৩২ পিএম

‘পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যথেষ্ট মজুদ আছে’

‘পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যথেষ্ট মজুদ আছে’
সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন - ছবি : জাগরণ

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই উল্লেখ করে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, এই মুহূর্তে সরকারের কাছে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে। আগামীকাল থেকে টিসিবির মাধ্যমে ৩৫টি ট্রাকে পেঁয়াজ বিক্রয় শুরু হবে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। 

সচিব বলেন, কেউ মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ড. মো. জাফর উদ্দীন বলেন, মিয়ানমার, তুরস্ক ও মিসর থেকে সরকার পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আনন্দের সংবাদ হচ্ছে- মিয়ানমার থেকে গতকালও বড় একটি চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সরকারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে পেঁয়াজ আমদানি করা জাহাজগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সচিব বলেন, আগামীকাল সকাল থেকে রাজধানীতে ৩৫টি ট্রাকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রয় শুরু হবে। খোলা বাজারে এই পেঁয়াজের মূল্য হবে ৬০ টাকা। টিসিবি ঠিকভাবে বিক্রয় করছে কি না- তা তদারকি করবে সরকার।

এমএএম / এফসি

আরও পড়ুন