• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৬:৫২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৭:০৮ পিএম

গ্রামীণফোনের কাছে পাওনা ১২৫৮০ কোটি টাকা আদায়ে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের কাছে পাওনা ১২৫৮০ কোটি টাকা আদায়ে নিষেধাজ্ঞা

মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের কাছ থেকে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গ্রামীণফোনের আপিল গ্রহণ করে ২ মাসের এই নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার) গ্রামীণফোনের আপিল শুনানির দিন ধার্য করেছে আদালত।

আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন শাওন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গ্রামীণফোন নিম্ন আদালতে একটি মামলা করে। এরপর গত ২৮ আগস্ট নিম্ন আদালত গ্রামীণফোনের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন না মঞ্জুর করেন। পরে ওই না মঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন।

পরে ওই আপিলটি শুনানির জন্য গ্রহণ করে দুই মাসের জন্য গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ে নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট।

এমএ/একেএস/এসএমএম

আরও পড়ুন