• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০৬:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ০৬:৪৮ পিএম

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা
পাইকারি পেঁয়াজ বাজারে ভ্রাম্যমান আদালত - ছবি: জাগরণ

রাজধানীর শ্যামবজারে অনৈতিকভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করার অপরাধে ৬টি পাইকারি প্রতিষ্ঠান জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রম্যমান আদালত। 
    
প্রতিষ্ঠানগুলো হলো-নিউ স্বপ্ন বাণিজ্যালয়, আহসান ট্রেডার্স, রেদোয়ান বাণিজ্যালয়, বিসমিল্লাহ ট্রেডার্স, লালন সাহা ভাণ্ডার এবং মায়ের দোয়া ভাণ্ডার।

রোববার (৩ নভেম্বর) ভ্রম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।অভিযানে সার্বিক সহযোগিতা করেন সূত্রাপুর থানা পুলিশ। 

আব্দুল জব্বার মন্ডল বলেন, শ্যামবাজারের পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালানোর সময় কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। অধিদফতরের পক্ষ থেকে তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ চাওয়া হয়। কিন্তু তারা ক্রয় রশিদ দেখাতে রাজি হননি। তার মানে প্রতিষ্ঠানগুলো অনৈতিকভাবে বাজারে সংকট সৃষ্টি করে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করছে।

এ অপরাধে ছয় পাইকারি পেঁয়াজ বিক্রির প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যদি তারা এ ধরনের কাজ করে তাহলে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। 

টিএইচ/বিএস