• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৪:৫১ পিএম

পোশাক রফতানির গ্রোথ ফল্টের জন্য ব্যবসায়ীরাই দায়ী : বাণিজ্যমন্ত্রী

পোশাক রফতানির গ্রোথ ফল্টের জন্য ব্যবসায়ীরাই দায়ী : বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি -ছবি : জাগরণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তৈরি পোশাক রফতানিতে যে গ্রোথ ফল্ট হয়েছে এরজন্য ব্যবসায়ীরাই দায়ী। তারাই তৈরি পোশাকের দাম কমিয়ে দিচ্ছে। আর একটি সমস্যা হলো, নানা কারণে ব্যবসায়ীরা নির্ধারিত সময়ে বায়ারদের তৈরি পোশাক ডেলিভারি দিতে পারছে না।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, তৈরি পোশাক রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দূর করতে সরকার ইতিবাচক। সরকার তৈরি পোশাক শিল্পের এ সমস্যা সমাধানে সক্রিয় থাকবে।

তিনি বলেন, সরকার তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সব সময়ই ইতিবাচক উদ্যোগ নিয়ে থাকে। এখনও সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে মালিকরা কি চান, সেটা আমাদের জানালে উদ্যোগ নেয়া হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব মো. রউফ তালুকদার, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুবানা হক ও মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। 

এমএএম/একেএস

আরও পড়ুন