• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৬:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৬:৪৯ পিএম

মন্ত্রিসভা কমিটির বৈঠক     

২০ হাজার ৮৪৭ কোটি টাকার পাঁচ প্রস্তাব অনুমোদন 

২০ হাজার ৮৪৭ কোটি টাকার পাঁচ প্রস্তাব অনুমোদন 
মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল -ছবি : জাগরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণসহ ২০ হাজার ৮৪৭ কোটি ১২ লাখ ১ হাজার ৫৮৬ টাকার পাঁচ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। 

বৈঠকে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ২০ হাজার ৫৯৮ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ক্রয় সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হচ্ছে - ইউরিয়া সার আমদানি, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ও খুলনায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন প্রকল্প।

বৈঠকে ২০১৯-২০১০ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম লটে ২৫ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তিবদ্ধ দুই লাখ টন ইউরিয়া নিরবিচ্ছিন্নভাবে আমদানির লক্ষ্যে লটভিত্তিক মূল্য ৫০ কোটি টাক ঊর্ধ্ব গেলেও, আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় এ বছরের অন্যসব লটের অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেয়ার একটি প্রস্তাব অনুমোদন হয়।  প্রথম লটে ২৫ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সারের প্রতি টনের দাম ২৬৫ দশমিক ২৫ ডলার। সে হিসেবে বাংলাদেশি টাকায় মোট ব্যয় হবে ৫৪ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা।

বৈঠকে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ এর একটি সাব কম্পোনেন্টের অন্তর্ভুক্ত ‘সিস্টেমেটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচার্স’ এর আওতায় ট্রেনিং অব দি মাস্টার ট্রেইনার্স ইন ইংলিশ সেবা ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পে ব্যয় হবে ৪৬ কোটি ৬৮ হাজার ৬৯ লাখ টাকা।

এছাড়া বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বের্ডের ‘খুলনা জেলার ভুতিয়ার বিল এবং বর্ণাল সলিমপুর কোলাবাসুখালি বন্য নিয়ন্ত্রণ, নিস্কাশন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) লিমিটেড এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নাধীন আঠারোবাড়ী নদীর ৪৯ দশমিক ২৫০ কিলোমিটার ও ৮ ডেন্টের ১টি ড্রেনেজ রেগুলেটর নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।  এতে ব্যয় হবে ১৪৭ কোটি ৫০ লাখ ১৮ হাজার টাকা।
 

এমএএম/একেএস

আরও পড়ুন