• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৮:২৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৮:৪৫ পিএম

শাহজালালে পৌঁছেছে ৮২ টন পাকিস্তানি পেঁয়াজ

শাহজালালে পৌঁছেছে ৮২ টন পাকিস্তানি পেঁয়াজ

পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বুধবার (২০ নভেম্বর) করাচি থেতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পেঁয়াজবাহী প্রথম কার্গো উড়োজাহাজটি অবতরণ করে। 

উড়োজাহাজটি অবতরণের পর পরই পণ্য খালাসে কাজ শুরু করে দেয় কাস্টমসসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো।

উড়োজাহাজে করে আনা এই পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করা হবে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন আব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে।

আনার খরচ যা-ই পড়ুক না কেন, সরকার এ ক্ষেত্রে ভর্তুকি দেবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসার কথা ছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এদিন বিকেলে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজের বর্তমান পরিস্থিতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ জনস্বার্থে মওকুফ

পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।  

বুধবার (২০ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।

আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়।

পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

প্রশাসনের বিভিন্ন স্তর থেকে বাজার তদারকিতে, পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। আর আমদানি করা মিশরীয় পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ১১০ টাকা।

এসএমএম

আরও পড়ুন