• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৯:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৯:২৩ পিএম

পেঁয়াজের দাম ২ টাকা বেশি রাখায় আগোরাকে ৩০ হাজার টাকা জরিমানা

পেঁয়াজের দাম ২ টাকা বেশি রাখায় আগোরাকে ৩০ হাজার টাকা জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় আগোরা সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ফার্মগেট ইন্দিরা রোডের আগোরা শাখায় অভিযান করে এ জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।

তিনি গণমাধ্যমকে জানান, রাজধানীর বাজারে কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদফতর। রাজধানীতে দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮০ টাকা। কিন্তু আগোরা দেশি পেঁয়াজ বিক্রি করছে ১৮২ টাকায়। অর্থাৎ দুই টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে, যা ভোক্তা আইন পরিপন্থী। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আবদুল জব্বার মণ্ডল।

এইচএম/এসএমএম

আরও পড়ুন