• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৬:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৬:০৪ পিএম

পেঁয়াজের দাম কবে কমে আসবে বলা মুশকিল : টিপু মুনশি

পেঁয়াজের দাম কবে কমে আসবে বলা মুশকিল : টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম কবে কমে আসবে তা বলা মুশকিল। তবে দেশে পেঁয়াজ উৎপাদনে কোনও ব্যাহত না হলে ডিসেম্বর শেষ সপ্তাহ নাগাদ দাম স্বাভাবিক হয়ে আসবে। 

রোববার (১ ডিসেম্বর) জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

টিপু মুনশি বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে মিসর, আজারবাইজান, পাকিস্তান ও উজবেকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এরই মধ্যে এলসি খোলা হয়েছে। 

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের ব্যবসায়ীরা সহায়তা করছেন। আমদানিকারকরা যে দামে পেঁয়াজ কিনছেন সে দামেই টিসিবিতে বিক্রি করছেন। যারফলে টিসিবি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে পারছে। 

এইচএস/এসএমএম

আরও পড়ুন